সবকটা ব্যাথা ছোটবেলার আর অল্প কিছু ব্যাথা বড়বেলার আর কিছু কিছু ব্যাথা কিছু না করার আর কিছু ব্যাথা স্রোতে ব্যর্থ হওয়ার এই ব্যাথা নিয়ে আমি কোথায় যাবো? এই ব্যাথা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেব? আর এমন লাগবে কি যে ব্যাথা নেই মেনে নেব? আর এমন লাগবে কী? তবে মিথ্যে বলা যাক ব্যাথা নেই আজ মনে হচ্ছে ডুবসাঁতারে ঘুরছি সারারাত আর শব্দে আসে ঘুম আলসি মরশুম ইচ্ছে করছে না আর এগিয়ে যেতে আজ আর ব্যাথা গুলো সব একসাথে সাজাও একটা একটা করে সবতুলে ধরে নেও আর সব ঢেলে দেওসেই অজানা রোদ্দুরে আর সব ঢেলে দেও আবার, সেই অজানা রোদ্দুরে আর সব ঢেলে দেও সেই অজানা রোদ্দুরে আর সেই ব্যাথা তার উপর ঢেলোনা যাকে দুদিন দেখে ভালো লাগে কিন্তু তোমার না আর সেই ব্যাথা তার উপর ঢেলোনা যাকে দুদিন দেখে ভালো লাগে কিন্তু তোমার না এই ব্যাথা কোথায় রেখে দেব রেখে দিয়ে ভারে চাপা পরে যাবো আর এমন লাগবে কি যে ব্যাথা নেই মেনে নেব? আর এমন লাগবে কী? তবে মিথ্যে বলা যাক ব্যাথা নেই আজ মনে হচ্ছে ডুবসাঁতারে ঘুরছি সারারাত আর শব্দে আসে ঘুম আলসি মরশুম ইচ্ছে করছে না আর এগিয়ে যেতে আজ আর ব্যাথা গুলো সব একসাথে সাজাও একটা একটা করে সবতুলে ধরে নেও আর সব ঢেলে দেও সেই অজানা রোদ্দুরে যেই রোদ্দুর তোমায় নিয়ে যাবে কোন এক ঠিকানা তে যেই ঠিকানা তে খুঁজে পাবে নিজেকে