ভালবাসা চাইলে কি আর ভালবাসা পাওয়া যায় (২) যদি মনে নাহি চায় পরাণে না চায় জোর করে কি তার সাথে ভালো বাসা হয়। ১) যার বুকেতে রাখবে আমায় কথা দিয়া ছিলো আমার জায়গায় সেই মানুষটা অন্য কাউকে নিলো।(২) সে তো ভাল বাসে নাই রে ভালো বাসে নাই। আমার সাথে ভালো বাসার করছে অভিনয়। (২) ২)কামার যেমন পোড়ে লোহা পুইড়া করে লাল তোমার প্রেমে পুইড়া আমার তেমন হইছে হাল।(২) কাঁন্দাইছো আমায় তুমি কাঁন্দাইছো আমার। আমার মত আল্লা একদিন কাঁন্দাইবে তোমায়।(২)