Kokhono Ki-文本歌词

Kokhono Ki-文本歌词

发行日期:

নির্ঘুম চোখে স্বপ্ন মেখে খুব আড়ালে তোমায় দেখা অগোছালো ভাবনা গুলো রংধনু রঙে আঁকা কখনো কি তোমার অনুভূতি গুলো রাত জাগে.. আমার খেয়াল ধরে ঘুমহীন জেগে থেকে তবে কেন দেয়াল গড়ে ভীষণ একা? সবি কেন এলোমেলো করে হারানো.. এখনো কি আমার লেখা সুরে সন্ধ্যা নামে? ডুবে থাকে তোমার উদাসী মন.. নাম না জানা কোন রাতের তারার মত জ্বলে রব তোমার আকাশে দূরে.. চন্দ্র ডোবা একলা রাতে নিরব ভোরের কোলাহলে.. বৃষ্টি স্নাত সন্ধ্যা হলে... থাকবো আমি তোমার খেয়ালে...