এবার তোমার কথাগুলোর কাছে আমি অপরাজিত জমে থাকা যত অনুভূতি আমার জল রঙে হারিয়ে যাবে অধিকারের ভালবাসা রঙে হারিয়ে যাবে আবার ফিরে কেন আসা? হেরে যাওয়া পথে, দুরে, সুরে, ঘুরে তোমার আমার স্বপ্ন পুড়ে বিষণ্ণতার জগৎ জুড়ে তুমি যেদিকে যাবে আমায় ভেবে তোমার দুচোখ হারাবে পথ আর্তনাদের বৃষ্টি রাতে ফেরাবে, যেখানে, আমি নেই, দাড়িয়ে দাড়িয়ে