Dukkho Amari Thak (Kare Dibo Dukkher Daye)-文本歌词

Dukkho Amari Thak (Kare Dibo Dukkher Daye)-文本歌词

Puja Rani&Majharul Moznu
发行日期:

সুখ যদি না সয় কপালে কিনতে কি সুখ পাওয়া যায়, আমার দুঃখ আমারই থাক কারে দিবো দুঃখের দ্বায়... সুখের আশায় কাইন্দা কাইন্দা চোক্ষু হইলো নদী, বারো মাইসা আষাঢ়ের ঢল ঝড়ে নিরবধি রে ঝড়ে নিরবধি। ঢেউ হানিয়া করলো আঘাত ঘাও হইলো দুই কিনারায়... পিতা মাতার স্বপ্ন ভাইঙ্গা ছাড়িলাম ঘর বাড়ি, তোর সনে ধরিতাম বন্ধু ভাটির গাঙ্গে পাড়ি রে ভাটীর গাঙ্গে পাড়ি। এখন আমি কুল হারা নাও কলঙ্কের বোঝা মাথায়--